NDA Meeting: দেশের জনতা আগামী পাঁচ বছরের জন্য় মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান: অমিত শাহ
ABP Ananda Live: শরিক নির্ভর তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই চলছে মন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি। কারা কী মন্ত্রক পাবে, তা নিয়ে বাড়ছে জল্পনা। নরেন্দ্র মোদিকে নির্ভর করতে হচ্ছে টিডিপি, জেডিইউ-এর ওপর। সুযোগ বুঝে দর বাড়াচ্ছেন চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারও। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি চন্দ্রবাবু নায়ডুর। স্পিকারের পদ-সহ কমপক্ষে ৬টি গুরুত্বপূর্ণ মন্ত্রকও দাবি । করছেন চন্দ্রবাবু। অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক হাতছাড়া করতে রাজি নয় বিজেপি, খবর সূত্রের। তথ্য ও সম্প্রচার মন্ত্রকও নিজেদের হাতে রাখতে আগ্রহী বিজেপি। সূত্রের খবর, স্পিকার পদটিও নিজেদের হাতে রাখতে চাইছে বিজেপি। নীতীশ কুমারের দাবি মেনে, রেলমন্ত্রক যেতে পারে জেডিইউ-র হাতে। টিডিপি পেতে পারে সড়ক, পরিবহণ, তথ্য ও প্রযুক্তি এবং ভারী শিল্প মন্ত্রক। সূত্রের খবর কোনওটাই চূড়ান্ত হয়নি সবই রয়েছে আলোচনার স্তরে। এদিন সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠকে যোগ দেওয়ার আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন নীতীশ। এনডিএ-র বৈঠকে যাওয়ার আগে দলীয় বৈঠক সেরে নিয়েছেন লোকজনশক্তি পার্টির চিরাগ পাসোয়ানও।
বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ। কিছুক্ষণ পরেই বৈঠকে বসতে চলেছে এনডিএ-র সংসদীয় দল। সূত্রের খবর, সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকেই সর্ব সম্মতিতে নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদি। বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানানোর কথা এনডিএ শিবিরের। সূত্রের খবর, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি।