PM Modi at Purulia: ‘কাজের হিসেব দিন দিদি’, পুরুলিয়ার জনসভায় মমতাকে নিশানা মোদির
ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের বঙ্গে আগমন নরেন্দ্র মোদির (Narendra Modi)। পুরুলিয়ার ভাঙরা নবকুঞ্জ ময়দানে জনসভা করছেন তিনি। আজ জনসভা থেকে মোদি বলেন, "জঙ্গলমহলে পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়ে ধন্য।" তিনি যোগ করেন, "পুরুলিয়ায় অযোধ্যা নামে গ্রাম পঞ্চায়েত আছে।" রামায়ণের কথা উল্লেখ করে তিনি বলেন, "পুরুলিয়ায় জলসঙ্কট বড় সমস্যা। পুরুলিয়ায় চাষবাসের জন্য পরিমাণমতো জল পাওয়া যায় না। আগে বামেদের সরকার, এখন তৃণমূল সরকার কেউ কিছু করেনি। তৃণমূল সরকার নিজের খেলাতেই মত্ত। পুরুলিয়ায় জলসঙ্কট ভরা জীবন দিয়েছে তৃণমূল সরকার। পুরুলিয়ায় শুধু ভেদাভেদের রাজনীতি তৃণমূলের। ৮ বছর পরেও পুরুলিয়ায় জল প্রকল্প হয়নি। এর জবাব কে দেবে দিদি ? পুরুলিয়ার মানুষ জবাব চায়”, পুরুলিয়া থেকে কটাক্ষ নরেন্দ্র মোদির।






















