এক্সপ্লোর
Sandeshkhali Incident: রিলিজ অর্ডার আসতে দেরি, জামিন পেলেও আজ জেলেই মাম্পি দাস। ABP Ananda Live
জামিন মিললেও মুক্তি পেতে অনেক দেরি বিজেপি নেত্রী মাম্পি দাসের। সময়ের মধ্যে বাক্সে ফেলতে হবে জামিনের বন্ড। সাড়ে চারটের মধ্যে আসতে হবে বলে জানিয়েছে পুলিশ। বেল বন্ডে ছাড়া হবে না, রিলিজ অর্ডারে ছাড়া হয়। বেল বন্ড নিয়ে টিপসই নেওয়া হয়। সেটা গেলে রিলিজ অর্ডার আসে। বিকেল সাড়ে চারটের মধ্যে রিলিজ অর্ডার না আনলে মুক্তি পাওয়া যায় না। সন্ধে ছ'টা বেজে যাওয়ার পরেও রিলিজ অর্ডার আসেনি, তাই আজ জামিন পেলেও জেল থেকে ছাড়া সম্ভবত পাবেন না মাম্পি দাস।
বেল বন্ডে সই করানো যায়নি। কারণ ততক্ষণে মাম্পি দাসকে (Sandeshkhali Case) লকআপ করানো হয়ে গিয়েছে। পাশাপাশি বসিরহাট আদালতে বিচারক না থাকলে রিলিজ অর্ডার হবে না।
আরও দেখুন






















