Tathagata Roy on BJP: বিজেপির তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের জের, তথাগতকে দিল্লিতে তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের
দলের তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর এবার তথাগত রায়কে দিল্লিতে তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন বিজেপি নেতা। এর আগে বিধানসভা ভোটে দলের তারকা প্রার্থীদের পরাজয় নিয়ে ট্যুইটারে কটাক্ষ করেন তথাগত রায়। এবিপি আনন্দকে দেওয়া ফোনেও ক্ষোভ উগড়ে দেন তথাগত। আজ ফের বিজেপি নেতৃত্বকে নিশানা করেছেন তিনি। তারকাদের প্রার্থী নির্বাচন করা প্রসঙ্গে ট্যুইটে তথাগত রায় লিখেছেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা আর ফিটার মিস্ত্রির শংসাপত্র থাকা নেতৃত্বের কাছ থেকে এর বেশি কী আশা করা যায়। কটাক্ষ তথাগতর। পুরনো কর্মীদের না ফেরালে, দল শেষ হয়ে যাবে।
‘সাত তারা হোটেল থেকে তৃণমূলের জঞ্জালদের টিকিট দেওয়া হয়েছে বলেও আক্রমণ করেছেন বিজেপি নেতা। এরপরই তথাগত রায়কে দিল্লিতে ডেকে পাঠানো হয়























