(Source: ECI/ABP News/ABP Majha)
Sayantika Banerjee: কাটল না শপথ-জট, ফের অবস্থানে সায়ন্তিকা-রেয়াত। ABP Ananda Live
CV Ananda Bose: দুই বিধায়কের শপথ গ্রহণের জট কাটাতে এবার উপরাষ্ট্রপতিকে ফোন বিধানসভার অধ্যক্ষের। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ফোন করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের দুই জয়ী তৃণমূল (TMC News) প্রার্থীর শপথ ঘিরে জটিলতা অব্যাহত। বিধানসভায় শপথগ্রহণে অনড় দুই জয়ী তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার বিধানসভায় অম্বেডকর মূর্তির সামনে অবস্থানে বসেন দুই জয়ী তৃণমূল প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাজভবনের। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মহিলারা। 'কোনও মন্ত্রী, পাবলিক অফিসিয়াল সম্পর্কে কোনও দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়'। শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া রাজভবনের। বরানগর উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা, রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজ্য- রাজ্যপাল সংঘাত অব্যাহত। ABP Ananda Live