Top News : 'আমি দাঁড়াই বা অন্য কেউ, হারাবোই Mamata কে' , Suvendu -র চ্য়ালেঞ্জ
আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। প্রত্যয়ী নন্দীগ্রামের প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর ছেড়ে যাওয়া ভবানীপুর আসনে প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামে যাবেন মমতা। "আমি দাঁড়াই বা অন্য কেউ। হারাবোই মমতা বন্দ্যোপাধ্যায়কে।" চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বালিগঞ্জের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম (Firhad Hakim)। টালিগঞ্জে অরূপ বিশ্বাস (Arup Biswas)। বিধাননগরে সুজিত বসু। মানিকতলায় সাধন পাণ্ডে। বেলগাছিয়ায় অতীন ঘোষ। কামারহাটিতে তৃণমূলের প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। নাম ঘোষণার পরেই ঢাক-ঢোল নিয়ে ভোট প্রচারে বেরোলেন তৃণমূল নেতা।






















