Panchayat Poll: সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে কোন অনুপাতে ব্যবহার? খতিয়ে দেখার নির্দেশ কোর্টের
WN Panchayat Election: কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ কি অনুপাতে ব্যবহার করলে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব ?' খতিয়ে দেখতে নোডাল অফিসার, আইজি, বিএসএফ-কে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। 'রাজ্যে ৮২২ কোম্পানি বাহিনী আসছে, প্রতি কোম্পানিতে ৮০ জন কার্যকরী জওয়ান থাকবে ধরে নিলে সংখ্যাটা প্রায় ৬৫০০০ হাজার হয়', যুক্তি রাজ্য নির্বাচন কমিশনের। 'কেন্দ্রীয় বাহিনীর নিয়ম অনুযায়ী প্রতি বুথে হাফ-সেকশন বা ৪ জন করে জওয়ান মোতায়েন করা হয়'। 'সেক্ষেত্রে রাজ্যের মাত্র ১৫০০০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব', দাবি কেন্দ্রের । 'রাজ্য নিজে থেকে প্রায় ৭০০০০ হাজার পুলিশ দেবে, আর কেন্দ্র থেকে আসছে ৬৫০০০ হাজার'। 'অর্থাৎ প্রায় ১৩৫০০০ হাজার বাহিনী আছে, ৫০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী আর ৫০ শতাংশ রাজ্য পুলিশ থাকলে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব, দাবি কেন্দ্রের। আইজি- বিএসএফ-কে কেন্দ্রের প্রস্তাবও খতিয়ে দেখার জন্য নির্দেশ প্রধান বিচারপতির। ABP Ananda LIVE






















