West Bengal Election 2021: প্রচারে ঝড়, রবিবারের সকালে প্রচারে অঞ্জনা বসু-মীনাক্ষী মুখোপাধ্যায় -মনোজ তিওয়ারি
বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু আজ প্রচারে নেমেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
অন্যদিকে শিবপুরে ভোট প্রচার শুরু করলেন মনোজ তিওয়ারি। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী। তিনি বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী গত ১০ বছরে যে উন্নয়ন করেছেন সেই কাজকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়াই আমার ভাবনা-চিন্তা রয়েছে। মানুষের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছি, ভালবাসা পাচ্ছি। এই কেন্দ্র থেকে সবথেকে বেশি লিড দেওয়ার চেষ্টা করব।"
অন্যদিকে নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় আজ জনসংযোগ অভিযানে নেমেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তিনি। তাঁদের অভাব-অভিযোগের কথা শুনছেন।






















