West Bengal Election 2021: মনোনয়ন পেশের সময় গলসিতে আচমকাই প্রার্থী বদল! আজব কাণ্ডে হতবাক BJP প্রার্থী
শেষমুহূর্তে বর্ধমানের গলসিতে বিজেপির পার্থী বদল করা হল। মনোনয়ন দিতে গিয়েও ফিরলেন তপন বাগদি। তপন বাগদির জায়গায় নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস। "ভোটের দিন গণ্ডগোল পাকাতে পুলিশের ছদ্মবেশে সাজিয়ে রাখা হয়েছে বিজেপির ক্যাডারদের। কেনা হয়েছে উর্দিও।" অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এই নিয়ে তপন বাগদি বলেন, "আমি কিছুই জানি না। কেন প্রার্থী বদল করা হল।" অন্যদিকে দুর্গাপুর ব্যারেজে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত চার। ব্যারেজের বিপজ্জনক জায়গায় স্নান করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। হোলিতে ব্যারেজে স্নান করতে নামে আটডন কিশোর। চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি চারজন কিশোরের দেহ উদ্ধার করা হয়। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।






















