West Bengal Election 2021: ২০০টি আসন নিয়ে বাংলায় বিজেপি সরকার তৈরি হবে, চুঁচুড়ার সভায় বললেন দিলীপ
চুঁচুড়ার ডানলপ ময়দানের সভা মঞ্চে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ রাজ্য স্তরের নেতা-নেত্রীরা। বাংলার কুটির শিল্পের বিভিন্ন উপহার দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর আগমনের পর বক্তব্য রাখেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। প্রচুর জনসমাবেশ দেখে তিনি নিশ্চিত যে বাংলায় পরিবর্তন হবে। রাজ্যের যুব সমাজকে চাকরি করার জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে, তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিল্প ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ। শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার মতো বিভিন্ন দিকে বাংলা যেন তাঁর সম্মান ফিরে পায় তার জন্য নরেন্দ্র মোদি, অমিত শাহের নেতৃত্বে বিজেপি চেষ্টা করছে বলেও জানান দিলীপ। ২০০ আসনে জিতে আগামী মে মাসে বাংলায় বিজেপি সরকার তৈরি হবেই বলে বিশ্বাসী তিনি।
![Delhi Result 2025 : দিল্লিতে উৎসব BJP শিবিরে I পিছিয়ে AAP I খাতা খুলতে পারল না কংগ্রেস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/4ea4a27744531313016793ccc1cbcba61739024568219968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)