Mamata Attacks BJP Rath: 'বিরিয়ানি, মাংস-পোলাও, কাবাব---সবই মেলে বিজেপির রথে'
বিজেপির (BJP) রথকে টেন স্টার হোটেলের সঙ্গে তুলনা করে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিরিয়ানি, মাংস-পোলাও, কাবাব---সবই মেলে বিজেপির রথে, কটাক্ষ তৃণমূল নেত্রীর। বিজেপির রথযাত্রাকে তৃণমূল (TMC) ভয় পেয়েছে বলে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।
তোষণের অভিযোগের পাল্টা রথের ধরণ নিয়ে আক্রমণ। বাংলায় হাইভোল্টেজ ভোটের আগে ধর্মের নামে রাজনীতির যুদ্ধ তুঙ্গে। জগন্নাথের রথযাত্রার প্রসঙ্গ টেনে বিজেপির রথযাত্রাকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর থেকে মালদা - দুই জনসভাতেই বিজেপির রথকে কটাক্ষ করতে দীর্ঘ সময় ব্যয় করলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''রথে বিজেপির নেতারা কেন থাকবে, তাঁরা কি জগন্নাথ-বলরামের থেকেও বড়? যুদ্ধের সময় রথ হয়। কৃষ্ণ অর্জুনের রথ টানতেন। দেবতারা সব চলে গেল, তার জায়গায় এরা এল!!! '






















