West Bengal Election 2021: "ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন দিদি", আক্রমণ প্রধানমন্ত্রীর
আজ খড়গপুরের জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তিনি বলেন, "সাঁওতাল আন্দোলন স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, রানি রাসমণির।
মানুষের এই উৎসাহ বলছে, বাংলায় এবার বিজেপি সরকার। আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ দিলীপের। আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। একবার আশীর্বাদ দিন, আসল পরিবর্তন আনবে বিজেপি। আপনাদের অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করব। আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করব। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে। বিজেপির ডিএনএ-তে আশুতোষ, শ্যামাপ্রসাদের চিন্তাধারা বইছে। আমরা বাংলায় শুধু পদ্ম ফোটাতে চাই না। বাংলার মানুষের উন্নয়ন করতে চাই। যে সব রাজ্যে বিজেপি সরকার, সেখানেই ডবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকার মানুষের। আমাদের মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কিন্তু বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়ে। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু দিদি ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে হয়। বাংলা থেকে এই কাটমানি সিস্টেম দূর করতে হবে। কাল রাতে ৫০-৫৫ মিনিটের জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়। সবাই অধীর হয়ে উঠেছিলেন। বাংলায় ৫০-৫৫ বছর ধরে উন্নয়নই বন্ধ হয়ে আছে। কংগ্রেস, বাম, তৃণমূল উন্নয়ন বন্ধ করে রেখেছে। দিদি ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। দিদির পাঠশালা হল নির্মমতা, কাটমানি, সিন্ডিকেটের। দিদির পাঠশালায় অরাজকতার শিক্ষা দেওয়া হয়। দেশে প্রায় ৩৫ বছর পর নতুন শিক্ষানীতি প্রণয়ন হয়েছে। গোটা দেশে এই নতুন শিক্ষানীতির প্রশংসা করা হচ্ছে।দিদি বাংলার যুব সমাজের জন্য চিন্তা করেন না। আমি বাংলার যুব সমাজকে প্রতিশ্রুতি দিচ্ছি। দিদিকে আর যুব সমাজের সঙ্গে খেলতে দেব না। দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। দিদির কাছে হিসেব চাইলে, শুনতে পান না। আমফানের হিসেব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন।"