West Bengal Election 2021 : ‘নরেন্দ্র মোদি, আপনার দাম কত টাকা?’, কটাক্ষ মমতার
পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে রোড শো-র (Road how) পর জনসভা করেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে তিনি আক্রমণের সুর চড়ান গ্যাস ও পেট্রোপণ্যের (Petroleum Products) দামবৃদ্ধি (Price hike) নিয়ে। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনাকে খোঁচা দিয়ে মমতার সংযোজন, 'মা-বোনেদের মুখে হাসি কেড়ে নিয়েছেন। গ্যাসের (LPG) দাম প্রায় ৯০০ টাকায় ঠেকেছে। মনে রাখবেন মা-বোনেদের কষ্ট দিলে ভাই-ছেলেরা ছেড়ে কথা বলবে না। বাংলার সরকার বিনামূল্যে চাল দেয়, ৯০০ টাকার গ্যাস কিনে তা ফোটাতে হয়।' মোদির (Narendra Modi) উদ্দেশ্যে মমতা বলেন, ‘নরেন্দ্র মোদি, আপনার দাম কত টাকা?’ তিনি আরও বলেন, ‘মোদি বাংলায় এসে শুধু কুৎসা করেন, কাজ করেন না। বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে, পরিবর্তন হবে দিল্লিতে। ৫ রাজ্যে ৫টা ছক্কা খাবে বিজেপি। বাংলায় মহিলাদের উপর অত্যাচার হয় না, বিজেপি রাজ্য উত্তর প্রদেশে, গুজরাতে, বিহারে হয়। বড় বড় কথা বলতে লজ্জা করে না?’ মোদিকে কটাক্ষ মমতার। তিনি বলেন, মোদি সরকার (BJP) দেশের সবকিছু বিক্রি করে দিচ্ছেন। এবার দেশের নামও নিজের নামে করে নেবেন মোদি।