West Bengal Election 2021: 'শুভেন্দুকে শেষ করার জন্য নন্দীগ্রামে দাঁড়িয়েছেন মমতা', লকেটের সঙ্গে কথোপকথনে বিস্ফোরক শিশির
ভবানীপুরের বদলে এবার রাজ্যের হাইভোল্টেজ নির্বাচনে নন্দীগ্রাম থেকে নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। আর তাঁর প্রতীপক্ষ একদা ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। লড়াইয়ে রয়েছে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামে তৃণমূল আর বিজেপি তরজায় ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই প্রেক্ষাপটে বিস্ফোরক দাবি করলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। শনিবার কাঁথির শান্তিকুঞ্জে গিয়েছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। মধ্যাহ্নভোজের ফাঁকেই কাঁথির তৃণমূল সাংসদের কাছে মমতা প্রসঙ্গ তোলেন লকেট। আর তখনই দুজনের কথার মাঝে চাঞ্চল্যকর দাবি করলেন শিশির। মমতার নাম না করে তিনি বলেন, "শুভেন্দুকে শেষ করার জন্য তিনি দাঁড়িয়েছেন নন্দীগ্রামে।"






















