West Bengal Election 2021: যুযুধান দুই মহারথী, গোটা দেশের নজর এখন নন্দীগ্রামের দিকে
নন্দীগ্রামকে (Nandigram) পাখির চোখ করে লড়াইয়ে তৃণমূল-বিজেপি (TMC, BJP)। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamat Banerjee), অন্যদিকে শুভেন্দু অধিকারী (Suvenu Adhikari)। ১লা এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে এই কেন্দ্রে ভোটগ্রহণ। প্রচারে এসে অমিত শাহের (Amit Shah) মত, নন্দীগ্রামে পরিবর্তন হলেই গোটা বাংলায় পরিবর্তন হয়ে যাবে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘নাটক করে কোন লাভ হবে না। আমি বেগমকে হারাবো।’ অন্যদিকে রবিবার থেকে ভোট হওয়া পর্যন্ত নন্দীগ্রামেই থাকবেন মমতা। শনিবার বিজেপির প্রকাশ করা অডিও ক্লিপ নিয়ে মমতাকে কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, ‘মমতার পায়ের নিচের মাটি সরে গেছে। বাংলায় ২০০টিরও বেশি আসন নিয়ে বিজেপি সরকার গঠন হবে।’






















