West Bengal Election 2021: মানুষ যখন অতিমারির শিকার, তখনও রাজনীতি করে চলেছে তৃণমূল: শমীক
সাংবাদিক বৈঠক করলেন শমীক ভট্টাচার্য। ভিনরাজ্যে অক্সিজেন পাঠানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করলেন তিনি। মমতা অভিযোগ করেছেন, বিজেপির পার্টি অফিস থেকে গুজরাটে ভ্যাকসিন বিলি হচ্ছে। পর্যাপ্ত ওষুধ না থাকা এবং কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নেয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দোষ দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে শমীক বলেন, ‘মমতার সরকার এই রাজ্যে গত ৩ মাস ধরে করোনা নিয়ন্ত্রণের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ১ বছর ধরে প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর কোন বৈঠক হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের কোন প্রয়োজনীয়তার কথা কেন্দ্রকে জানাননি। মানুষ যখন অতিমারির শিকার, তখন নির্বাচনকে সামনে রেখে রাজনীতি করে চলেছে তৃণমূল কংগ্রেস’।






















