Election 2024: 'ভাগ্যিস আমার সিকিউরিটি ছিল, না হলে বেঁচে ফিরতে পারতাম না', চাঞ্চল্যকর অভিযোগ BJP নেতার
ষষ্ঠ দফাতেও রক্তাক্ত হল গণতন্ত্র। গড়বেতায় আক্রান্ত হলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নিরাপত্তারক্ষী। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সামনের সারিতে থেকে মহিলাদের হামলা করতে দেখা যায়। দুপুরের দিকে, গড়বেতার ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে এখানে আসেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময়, বুথের ৫০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। এরপর, হঠাৎই মারমুখী হয়ে ওঠের তৃণমূল কর্মীরা। শুরু হয় ধাওয়া করে ইট ছোড়া। ইটবৃষ্টির মুখে পড়েন বিজেপি প্রার্থীর নিরাপত্তায় মোতায়েন থাকা CISF-এর জওয়ানরা।






















