এক্সপ্লোর
'মঞ্চে আবেদন করতাম, মেহেদি হাসান, গুলাম আলির গান গাইলে একটু শুনবেন'
'সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা...'। তাঁর নামের সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে বৃদ্ধাশ্রম, নীলাঞ্জনা বা ডাক্তার। বাঙালি জীবনমুখী গানের স্বাদ পেয়েছে তাঁর গানেই। নচিকেতা চক্রবর্তী। তবে মঞ্চে উঠে যে গান শোনানোর অপেক্ষায় থাকেন তিনি, তা জীবনমুখী গান নয়, গজল। একটি সংস্থার অনুষ্ঠানে সুযোগ পেয়ে তাই নিজের ছোটবেলার গানে মজলেন নচিকেতা। ৩০ বছরের কেরিয়ারে নিজের পছন্দমতো গান গাইতে পেরে ভীষণ খুশি সঙ্গীতশিল্পী।
আরও দেখুন






















