Ranjit Mallick Exclusive: "সাকসেসফুল নই আমি", অনন্য মেজাজে একান্তে রঞ্জিত মল্লিক | ABP Ananda LIVE
Ranjit Mallick Exclusive: তাঁর অভিজ্ঞতার ঝুলিটি নেহাত ছোট নয়। জীবনে প্রথম অভিনয় শুরু করেছিলেন মৃণাল সেনের হাত ধরে। সত্যজিৎ রায় থেকে শুরু করে উত্তমকুমার... কিংবদন্তিদের সংস্পর্শে এসে পরিপূর্ণ হয়েছেন তিনি। ঝুলিতে জমেছে অনেক গল্প। মৃণাল সেন তাঁকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে নির্দেশ দিতেন, যা খুশি বলে যাওয়ার। জীবনের প্রথম ছবিতে অভিনয়ের সেই অভিজ্ঞতা কখনও ভুলবেন না তিনি। অন্যদিকে, সত্যজিৎ রায় আবার ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলেন চিত্রনাট্য। কখনও অভিনয়ের প্রথাগত শিক্ষা ছিল না। বাড়ির দুর্গাপুজোয় কবিগানের লড়াই ছিল প্রথম অভিনয়ে হাতেখড়ি। এরপর বিভিন্ন গুণী শিল্পীদের সংস্পর্শে এসে শিখেছেন অভিনয়ের খুঁটিনাটি। যেমন উত্তমকুমারের থেকে শিখেছিলেন, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার টেকনিক। অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছিল, খ্যাতি প্রথম কয়েকটা ছবি উতরে দিতে পারে বটে, কিন্তু অভিনয় জগতে নিজের জায়গা করে নেওয়ার জন্য প্রয়োজন প্রতিভা। মেয়ে কোয়েলকে সেই শিক্ষাই দিয়েছিলেন প্রবীণ এই অভিনেতা। ৫০ বছর পেরিয়ে প্রবীণ এই অভিনেতা এখনও ইন্ডাস্ট্রির ‘নবাব’। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, ‘তারকার মৃত্যু’। তাঁর চোখে কি কখনও ধরা পড়ে বর্তমান টলিউডের কোনও বিচ্যুতি? নিজের মতামত, স্মৃতি, অভিজ্ঞতা... জন্মদিনে এবিপি লাইভ (ABP Live) খুঁজল এক অচেনা রঞ্জিত মল্লিককে (Ranjit Mallick)