এক্সপ্লোর
একসঙ্গে দুরকম চরিত্রে অভিনয় করা কঠিন, তবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি: মধুমিতা
একটা নয়, দুটি প্ল্যাটফর্মে দুটি সিরিজ দিয়ে ওয়েব দুনিয়ায় পা রাখছেন মধুমিতা সরকার। সদ্য শেষ হয়েছে শ্যুটিং। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় বেশ অনেকটাই সময় কাটান মধুমিতা। কেবল টলিউড কেন, লাস্যময়ী মধুমিতায় ঘায়েল হয়েছেন বলিউড তারকারাও। আজ তাঁর জন্মদিন। ওয়েবসিরিজের কাজ সেরে চম্পাহাটিতে পাড়ি দিয়েছেন তিনি। মা-বাবার কাছে। তার আগেও এবিপি লাইভকে শোনালেন নতুন কাজের গল্প।
আরও দেখুন






















