KK Demise: কেকে নেই, তাঁর ঘরের দরজায় তালা, মুম্বই থেকে তুলে ধরা হল সেই চিত্র
সুরের হাত ধরেই সুরলোকে পাড়ি দিলেন কেকে! নজরুল মঞ্চে কলেজের কনসার্ট শেষে অসুস্থ। হোটেল থেকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে জানান চিকিত্সকরা। কলকাতা থেকে সেই খবর পেতেই যেন অন্ধকার নেমে আসে মুম্বইয়ের ভারসোভার পার্ক প্লাজার অ্যাপার্টমেন্টে। সকালে কলকাতায় আসেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী ও ছেলে। মৃতদেহের ময়নাতদন্তের পর রাজ্য সরকারের তরফে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়া হয় প্রয়াত শিল্পীকে। কাল মুম্বইয়ের ভারসোভা শ্মশানে কেকে-র শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, কে কে-র কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হয়।