Mithun Chakraborty: চলচ্চিত্রে অনন্য় অবদানের জন্য 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত মিঠুন চক্রবর্তী | ABP Ananda LIVE
চলচ্চিত্রে অনন্য় অবদানের জন্য 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন মিঠুন চক্রবর্তী। নবীন প্রজন্মকে বললেন, 'আত্মবিশ্বাস হারাবে না। স্বপ্ন দেখা ছাড়বে না।' শোনালেন নিজের জীবনের নানা গল্প।
৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (70th National Film Awards) মঞ্চে 'দাদাসাহেব ফালকে' (Dadasaheb Phalke Award) সম্মানে ভূষিত হলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হাতে চোট নিয়েই পৌঁছন অনুষ্ঠান মঞ্চে, রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেন সম্মান। 'শো রিল' (Showreel) দেখানোর সময় আবেগঘন দেখায় তাঁকে। পুরস্কার গ্রহণের পর দিলেন স্পিচ। মজার ছলে বলা নানা গল্পে মুগ্ধ হলেন দর্শক। পুরস্কার নেওয়ার পর এদিন মঞ্চে বক্তব্য রাখেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 'সংলাপ দিলে কত সহজে পড়ে নিই, বলে দিই, এখানে তো কোনও কাগজ নেই, কী যে বলব কিছুই বুঝতে পারছি না।' এরপর উপস্থিত সকলকে সম্মান জানিয়ে বলেন, 'এটুকুই বলব যে এই মঞ্চে এর আগে আমি তিন বার এসেছি আপনাদের আশীর্বাদে। কিন্তু প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার পর আমার কী হয়েছিল, সেই কথা এই প্রথমবার জানাব আপনাদের।'