এক্সপ্লোর
Sohini Sarkar Exclusive: 'পরিচালক হিসেবে অনির্বাণ খুঁতখুঁতে, ভেবেছিলাম খুব বকুনি খাব', বলছেন সোহিনী
তাঁকে ফোন করে চরিত্রের বিবরণ শুনিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। তারপর বলেছিলেন, 'বল, এমন চরিত্র তোকে কেউ কখনও অফার করেছে?' সত্যিই তাঁর অভিনয় করা অন্য সমস্ত চরিত্রে থেকে আলাদা। লেডি ম্যাকবেথ। 'মন্দার' এর লায়েলি। এই চরিত্রের জন্যই যেন অপেক্ষা করছিলেন সোহিনী সরকার। 'মন্দার' এর লালির চরিত্রে অভিনয় তাঁর মনে থাকবে চিরকাল। এসভিএফের প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ 'মন্দার' মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর। সোহিনী থেকে লায়েলি হয়ে ওঠার গল্প এবিপি লাইভকে শোনালেন সোহিনী সরকার।
আরও দেখুন






















