Tollywood News: টালিগঞ্জে অচলাবস্থা, কর্মবিরতিতে পরিচালকরা। কী বলছেন অভিনেতা-অভিনেত্রীরা?
ABP Ananda LIVE: পরিচালক সৃজিত রায়ের সেট অসমাপ্ত অবস্থায় ফেলে রাখাকে কেন্দ্র করে টালিগঞ্জ সটুডিওপাড়ায় টেকনিসিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত তুঙ্গে। অসহযোগিতার অভিযোগ তুলে কাল থেকে শ্যুটিং ফ্লোরে না আসার সিদ্ধান্ত পরিচালকদের। মুখ্যমন্ত্রীর কথাও মানছে না ফেডারেশন, অভিযোগ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার। যদিও এবিষয়ে এখনও মুখে কুলুপ ফেডারেশনের।
হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট
কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। আর জি কর কাণ্ডে় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তাদের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট। বিচারপতি সাফ জানালেন, এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থার অর্থাৎ সিবিআইয়ের।
হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে মামলা করে রাজ্য ও সিবিআই উভয়ই, তবে আলাদা আলাদা ভাবে। সেই বিষয়েই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। তবে মান্যতা পেল সিবিআইয়ের আবেদন।






















