(Source: ECI/ABP News/ABP Majha)
18th Loksabha Session: জুন মালিয়া থেকে সায়নী ঘোষ, লোকসভায় প্রথমবার পা রাখলেন একঝাঁক মহিলা সাংসদ | ABP Ananda LIVE
জুন মালিয়া থেকে সায়নী ঘোষ, লোকসভায় প্রথমবার পা রাখলেন একঝাঁক মহিলা সাংসদ। কেমন অনুভূতি, শুনলেন আমাদের প্রতিনিধি অঙ্কিত গুপ্ত।
অষ্টাদশ লোকসভার শুরুতেই মোদি সরকারকে চেপে ধরতে এককাট্টা বিরোধীরা। প্রোটেম স্পিকার ইস্যুতে সংসদ ভবনের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। সংবিধান হাতে বিক্ষোভ সনিয়া-রাহুল সহ বিরোধী সাংসদদের। বিক্ষোভে সামিল তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সব শরিক।
'আমাদের দায়িত্ব ভারতের সংবিধান রক্ষা করা । অভিন্ন দেওয়ানী বিধি চালু হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে কিনা আমরা জানি না। তাই সরকারকে সংবিধান রক্ষার ব্যাপারে দিশা দেখানোর জন্যই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি', দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
'২৫ জুন দেশের গণতন্ত্রে যে কালো দাগ লেগেছিল, কাল তার ৫০ বছর পূর্তি। আমরা সংবিধানকে রক্ষা করে সংকল্প করছি, আর কেউ গণতন্ত্রকে হত্যার সাহস পাবে না', জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে নাম না করে কংগ্রেসকে আক্রমণ মোদির।