এক্সপ্লোর
5G India Launch: টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনা, পরিষেবার সূচনা করছেন প্রধানমন্ত্রী
টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনা। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী ফাইভ জি টেলিকম পরিষেবার সূচনা করছেন। এই পরিষেবার কী কী সুবিধা, কত দ্রুত সংযোগ করা সম্ভব, তা প্রধানমন্ত্রীর সামনে হাতেকলমে দেখাবেন দেশের তিনটি বড় টেলিকম সংস্থার প্রতিনিধিরা। বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার কীভাবে সম্ভব, তাও দেখানো হবে প্রধানমন্ত্রীকে।
আরও দেখুন






















