Air India : ফের এয়ার ইন্ডিয়ার বিমানযাত্রায় ক্ষোভ, পাটনা বিমানবন্দরে উত্তেজনা
ABP Ananda LIVE : ফের বিমানযাত্রায় ক্ষোভ, পাটনা বিমানবন্দরে উত্তেজনা । এয়ার ইন্ডিয়ার বিমানের লাগেজ নিয়ে বিক্ষোভ যাত্রীদের।বেঙ্গালুরু থেকে পাটনা নামে বিমান।৪ নম্বর বেল্টে লাগেজ আসার ঘোষণা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের ।৪ নম্বর বেল্টে গিয়েও লাগেজ পাননি যাত্রীরা ।লাগেজ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা, বোলপুরে দেহ উদ্ধার
হাওড়া থেকে অপহৃত নৈহাটির বাসিন্দা, বোলপুরে তাঁর দেহ উদ্ধার হয়। CC ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে ১ জনকে গ্রেফতার করেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃত অভিষেক সোনকর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি নিহতের পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার হাওড়া পুলিশ কমিশনারেটের সামনে থেকে অনিমেষ মিত্রকে বাইকে তুলে অপহরণ করা হয়। বাইকে ২ জনের মাঝখানে বসেছিলেন অনিমেষ। তিনি ফোরশোর রোডের বিস্কুট কারখানার অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। শুক্রবার বোলপুরে তাঁর গামছা দিয়ে মুখ বাঁধা দেহ উদ্ধার হয়। কারখানার ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে যাওয়ার সময় অপহরণ, টাকা লুঠের জন্যেই অপহরণ করে খুন বলে সন্দেহ নৈহাটির বিধায়কের।


















