Air India Plane Crash: অভিশপ্ত বিমানের একটি ব্ল্যাক বক্সের হদিশ, চলছে দ্বিতীয় ব্ল্যাক বক্সের খোঁজ
ABP Ananda LIVE: আমদাবাদে বিমান বিপর্যয়, খোঁজ মিলল ব্ল্যাক বক্সের। দুটির মধ্যে অভিশপ্ত বিমানের একটি ব্ল্যাক বক্সের খোঁজ, খবর সূত্রের। চলছে দ্বিতীয় ব্ল্যাক বক্সের খোঁজ। মিলল বিমানের ব্ল্যাক বক্স।
চায়ের দোকানে মাকে খাবার দিতে এসেছিল ছেলে, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল বছর ১৫-র আকাশ
চায়ের দোকানে মাকে খাবার দিতে এসেছিল ছেলে, বিমান দুর্ঘটনার বলি বছর ১৫-র আকাশ। দেশের ইতিহাসে নিঃসন্দেহে অন্য়তম ভয়াবহ বিমান দুর্ঘটনা আমদাবাদে। যেখানে এক নিমেষে শেষ হয়ে গিয়েছে শত শত প্রাণ। ঝুপড়িতে ভেঙে পড়েছিল বিমান। নিজের ছেলে বাঁচাতে বিধ্বংসী আগুনের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন মা। কিন্তু কোথায় সন্তান ?! পিছনে তাঁকিয়ে সামনের দিকে উদভ্রান্তের মতো দৌড়চ্ছেন। ইতিমধ্যেই সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আমদাবাদে দুর্ঘটনাস্থলেই ছিল তাঁদের চায়ের দোকান। শুধু কয়েক মুহূর্তের এদিক ওদিক। না হলে আজ শুক্রবারের সকালটাও দেখার কথা ছিল বছর ১৫-র আকাশের ! কিন্তু তা শেষ অবধি সম্ভব হয়নি। আমদাবাদের বিমান দুর্ঘটনার বিস্ফোরণের আগুনে মৃত্যু হয়েছে তাঁর।


















