আজ বাংলায়: নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী, কোচবিহারে তৃণমূলের সভায় বোমাবাজি
নন্দীগ্রামের ভোটার হলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নতুন এপিক কার্ড অনুযায়ী এখন তিনি নন্দীগ্রামেরই বাসিন্দা। যদিও এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন পেশ করলেন সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। এদিন হলদিয়ার গিরিশ মোর থেকে মিছিল করে হলদিয়ার মহকুমা শাসকের দফতরে যান মীনাক্ষী। সঙ্গে ছিলেন কংগ্রেস ও আইএসএফ কর্মী-সমর্থকরাও। দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম আসনে প্রার্থী দেয় বাম শরিক সিপিআই। যদিও এবার শোনা যাচ্ছিল আইএসএফকে এই আসন ছাড়া হতে পারে। শেষ পর্যন্ত নন্দীগ্রাম আসনে সিপিএমের লড়াকু তরুণ নেতাকে প্রার্থী করেছে সংযুক্ত মোর্চা। ক্যানিং লোকালে চড়ে ভোট প্রচার করলেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী পরেশ রামদাস। হাওড়ার বালিতে জনসংযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের। কোচবিহারে তৃণমূলের সভায় বোমাবাজি। প্রতিবাদে দিনহাটা-কোচবিহার সড় অবরোধ তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক দল। জয়নগরে বিজেপি পর্যবেক্ষকের উপরে হামলা। বিকুলতলায় কর্মিসভা করার সময় বিজেপি পর্যবেক্ষক কেদারনাথ সিংহের উপরে হামলা হয়। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ স্বামী বাগীশানন্দ। আজ সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে প্রয়াত স্বামী বাগীশানন্দ।