Calcutta high Court: থ্রেট কালচারে অভিযুক্ত ৪০ ডাক্তারির পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের
Kalyani News: কল্যাণী JNM কলেজের সাসপেন্ডেড পড়ুয়াদের কলেজে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। থ্রেট কালচারে অভিযুক্ত ৪০ ডাক্তারির পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কলেজে ঢুকতে পারলেও হস্টেলে থাকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। ৪০ সাসপেন্ডেড পড়ুয়াকে হাউস স্টাফ হিসেবে ডিউটি করারও অনুমতি । সাসপেন্ড করার আগে তদন্ত হয়েছিল? কলেজ কাউন্সিলকে প্রশ্ন আদালতের।
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর-গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কোর্টে আনতেই বিক্ষোভে বাংলাদেশী সংখ্যালঘুরা। বিক্ষোভের মুখে আড়াই ঘণ্টা প্রিজন ভ্যান থেকে নামাতেই পারল না পুলিশ। বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, ঢাকা পুলিশের লাঠিচার্জ। হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষের গ্রেফতারির প্রতিবাদে ইসকন। কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি ইসকনের। ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার, অবিলম্বে মুক্তির দাবি ইসকনের।