Ananda Live: কাঁথি মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ ।Bangla News
কাঁথি মহকুমা হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ! কীভাবে কাঁথি হাসপাতালে বাংলাদেশ সরকারের ওষুধ? কাঁথি হাসপাতালের আউটডোরে ওষুধ ঘিরে বিতর্ক। আউটডোরে বাংলাদেশ সরকারের অ্যান্টিবায়োটিক ওষুধ! কীভাবে কাঁথি হাসপাতালে এল বাংলাদেশ সরকারের ওষুধ?
ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে তুলকালাম। ত্রিশঙ্কু পুরসভা দখলের প্রতিবাদে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। কালো ব্যাজ পরে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পুলিশের বিরুদ্ধে মহিলা কাউন্সিলরের ওপর হাত তোলার অভিযোগ বিক্ষোভকারীদের। ১৪৪ ধারার জন্য মিছিলে বাধা দেওয়া হয় দাবি পুলিশের। এই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল ঝালদায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস।
নিজাম প্যালেসে হাজিরা দিলেন শান্তিপ্রসাদ সিন্হা। জিজ্ঞাসাবাদ করলেও আপাতত হেফাজতে নিতে পারবে না সিবিআই। হাজিরা দিতে হবে অলক সরকারকেও। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ আপাতত স্থগিত রাখল আদালত। ‘তদন্তে সহযোগিতা করতে হবে শান্তিপ্রসাদ সিন্হা, অলক সরকারকে’, এসএসসির গ্রুপ-ডি নিয়োগ মামলায় নির্দেশ ডিভিশন বেঞ্চের।
আলিয়া বিশ্ববিদালয়ে উপাচার্যকে হেনস্থা, ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য! উপাচার্যের কাছ থেকে থেকে ৩দিন পরে রিপোর্ট চাইল সরকার। সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দফতরের চিঠি গেল উপাচার্যের কাছে। কী ঘটেছিল শুক্রবার? ৩দিন পরে রিপোর্ট চাইল রাজ্য সরকার। চিঠি পাঠাচ্ছি মুখ্যমন্ত্রীকেও, জানালেন উপাচার্য।