Assam Fire : অসমে কম্পিউটার সেন্টারে ভয়াবহ আগুন, বেশ কয়েকজন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা !
অসমের শিলচরে কম্পিউটার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেশ কয়েকজন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, চলছে উদ্ধারের চেষ্টা।
বাংলায় ইন্ডিয়া জোট ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি সভা থেকে লাগাতার বলে চলেছেন, পশ্চিমবঙ্গ কংগ্রেস, বিজেপির হাত শক্ত করছে। তাই কংগ্রেসকে যেন একটা ভোটও না দেওয়া হয়। ভোটে অধীর চৌধুরীকে হারানোর জন্য মরিয়া হয়ে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে একা মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূলের বিরুদ্ধে দুর্গ রক্ষা করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অধীর চৌধুরী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তাঁর কট্টর বিরোধিতা? নাকি মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, পবন খেড়াদের নরম সুর? কোনটা কংগ্রেসের প্রকৃত অবস্থান? তা নিয়ে ধোঁয়াশা প্রথম দিন থেকে। এবার দিল্লি ও বাংলা কংগ্রেসের সেই দ্বন্দ্বই আরও একবার প্রকাশ্যে এল।