Priyanka Gandhi: প্রথমবার ভোটের ময়দানে নেমেই মাস্টারস্ট্রোক প্রিয়ঙ্কার। ABP Ananda live
ABP Ananda live: মহারাষ্ট্রে ফের বিজেপি জোটের কাছে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা। ইন্ডিয়া জোটের মুখরক্ষা ঝাড়খণ্ডে। জেল ফেরত হেমন্তেই আস্থা ভোটারদের। প্রথমবার ভোটের ময়দানে নেমেই মাস্টারস্ট্রোক প্রিয়ঙ্কার। রাহুলের ওয়েনাডে রেকর্ড ভেঙে জয়।
ছয়ে ছয়। নৈহাটি, হাড়োয়া, সিতাই, মেদিনীপুর, তালডাংরায় জয়ী তৃণমূল। মাদারিহাটও তৃণমূলের কাছে হারাল বিজেপি। অহঙ্কারেই পরাজয়, বিস্ফোরক বার্লা। বিধানসভা উপনির্বাচনে ৬ আসনেই জয়ী তৃণমূল। জমিদার নই, আমরা মানুষের পাহারাদার। অভিবাদন জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতান্ত্রিক পথে বাংলায় বিরোধীরা নির্মূল। প্রথমবার সেবার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে ধন্যবাদ, সোশাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু। হাড়োয়া থেকে সিতাই--তৃণমূলের কাছে বিজেপিরও জামানত জব্দ। ৬ কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বাম-কংগ্রেসের। মানুষ এদের বিশ্বাসই করে না, কটাক্ষ ফিরহাদের। মহারাষ্ট্রে ফের বিজেপি জোটের কাছে কার্যত ধুয়েমুছে সাফ বিরোধীরা। ইন্ডিয়া জোটের মুখরক্ষা ঝাড়খণ্ডে। জেল ফেরত হেমন্তেই আস্থা ভোটারদের।
![Birbhum News: বীরভূমে ফের ১৬ হাজার কেজি বিস্ফোরকের পর এবার ৩০০ কেজি বিস্ফোরকের হদিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/c4977228a234a061692a6313e5e149c21739429881860968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![North24Parganas:দত্তপুকুরে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত,জম্মুর সাম্বা থেকে গ্রেফতার জলিল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/54cfa9eb39e046a6b2a23b0a53094a121739428885820968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![CBI News: ITBP, অসম রাইফেলস, CISF, BSF, SSB পাঁচটি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি CBI-এর। ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/826e2f8f64762b5df597d6961858b83b1739427990088968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: হবিবপুরে BSF-এর পোশাক পরে, খেলনা বন্দুক নিয়ে বাংলাদেশে গরু পাচারের ছক বানচাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/cea02c64395b9e40673e3b768d584a371739427074878968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: নিউ ফারাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তৃণমূল নেতা গ্রেফতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/1d3ce91ca5884bbfc328e29eaf58397d1739425215114968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)