Ideas Of India: 'এবিপিতে আমরা ভারতের পরিকল্পনাতে বিশ্বাস করি, ভারতের গণতন্ত্রে বিশ্বাস করি', বললেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে
এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে উদ্বোধন করলেন ABP Network Ideas of India Summit-এর দ্বিতীয় অধ্যায়ের।
সামিটের সূচনা করে এদিন তিনি সবাইকে অভ্যর্থনা জানান। আগামী ২দিন সমাজের উচ্চস্তরের নানা ব্যক্তিত্ব এই মঞ্চে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি। তিনি বলেব, 'আমরা কোভিড পেরিয়ে এসেছি। কিন্তু একবছর আগে যে যুদ্ধ শুরু হয়েছে সেটা এখনও চলছে।' রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে একাধিক অর্থনৈতিক ক্ষতি হয়েছে, পরিবেশের ক্ষতি হয়েছে,-এই প্রসঙ্গও তুলে ধরেন এবিপি নেটওয়ার্কের সিইও অবিনাশ পান্ডে। তিনি বলেন, 'এবিপিতে আমরা ভারতের পরিকল্পনাতে বিশ্বাস করি। ভারতের গণতন্ত্রে বিশ্বাস করি। ভারতের বৈচিত্রে বিশ্বাস করি, ক্ষোভে বিশ্বাস করি। আত্মদর্শনে, কাজে বিশ্বাস করি। সবার উপরে আমরা রাখি ধর্মীয় ভাবনাকে।'
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)