Ayodhya Ram Mandir: সোমবার রাম মন্দিরের উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি গোটা অযোধ্যা জুড়ে
ABP Ananda LIVE: সোমবার অযোধ্য়ায় (Ayodhya) রাম মন্দিরের(Ram Mandir) উদ্বোধন। তার আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করা হল রামলালার (Ramlala) দর্শন। অস্থায়ী রাম মন্দির থেকে রামলালাকে নিয়ে যাওয়া হয়েছে নব নির্মিত মন্দিরে। নতুন মন্দিরে রামলালার নব নির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ২২ তারিখ উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে নব নির্মিত রাম মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে। অন্যদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ সরযূর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হবে। পালন করা হবে বাস্তু শান্তি ও অন্নধিবাস আচার। নদিয়ার রাঘবপুরের এত তাঁতশিল্পী ১৪ মাসে ফুটিয়ে তুলেছেন রাঘবের ১৪ বছরের বনবাস জীবন। l গোটা অযোধ্যা উপচে যাচ্ছে পুণ্যার্থীদের ঢলে। কনকভবনে রয়েছে রামচন্দ্রের পাদুকা বা চরণ চিহ্ন। যেখানে এসে মানুষজন প্রণাম করছেন।