Bangladesh News: উত্তাল বাংলাদেশ, ফের বিএনপি নেতার যুদ্ধজিগির
Bangladesh update: একদিকে ভারত-বিদ্বেষ, অন্যদিকে পাকিস্তানের আরও কাছাকাছি বাংলাদেশ । এক মাসে দ্বিতীয়বার, পাকিস্তান থেকে বাংলাদেশে এল জাহাজ । গতবারের থেকে দ্বিগুণের বেশি কন্টেনার নিয়ে চট্টগ্রামে এল জাহাজ । পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াতে ইসলামাবাদকে ঢালাও ছাড় ইউনূস সরকারের । পাকিস্তান থেকে আসা জাহাজে কোনও তল্লাশি না করার নির্দেশ ইউনূস সরকারের পণ্যের আড়ালে ভারত বিরোধী জঙ্গিগোষ্ঠীদের জন্য অস্ত্র সরবরাহের পন্থা? । পাকিস্তানের মতোই কি বাংলাদেশে মাটিকেও ভারত-বিরোধিতায় ব্যবহার? । ওপারের পাক-প্রীতির মধ্যেই এপারে জালে আনসারুল্লা বাংলার ৮ জঙ্গি সম্প্রতি কাশ্মীর নিয়ে হুঙ্কার আনসারুল্লা বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানির হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারত বিরোধী জসিমউদ্দিন রহমানিকে মুক্তি ইউনূস সরকার 'মিনি পাকিস্তান' হয়ে উঠছে বাংলাদেশ? ভারতের ঘরের পাশে আরেক পাকিস্তান?