Bangladesh Protest: সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে সীমান্তে বাণিজ্য় বন্ধে ক্ষতি কোটি কোটি টাকা
ABP Ananda Live: সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে সীমান্তে বাণিজ্য় বন্ধ হয়ে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। ফের বাংলাদেশে অশান্তিতে সিঁদুরে মেঘ দেখছেন এপারের ব্য়বসায়ীরা। রবিবার থেকেই বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য। সোমবারের পরিস্থিতির পর মাথায় হাত এপারের ব্য়বসায়ীদের। এদিকে, ভারতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা।
এক রক্তক্ষয়ী আন্দোলন স্তিমিত হতে না হতেই আরেক রোষের দাবানল। ছাই চাপা ক্ষোভের বিস্ফোরণে ফের জ্বলল বাংলাদেশ। আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্য়াগ করে দেশ ছাড়তে বাধ্য় হলেন শেখ হাসিনা। হাসিনা দেশ ছাড়তেই উল্লাসে মাতলেন আন্দোলনকারীরা। ওপার বাংলায় ফের অশান্তিতে মাথায় হাত এপার বাংলার ব্য়বসায়ীদের। বিপাকে পড়েছেন ব্য়বসা বা চিকিৎসার কারণে ভারতে আসা বাংলাদেশি নাগরিকরাও। অশান্ত ওপার বাংলা এপারে আটকে ওপারের নাগরিকরা ওপারে অশান্তির প্রভাব এপারে বাণিজ্য়ে শান্তি রক্ষার আর্জি মুখ্য়মন্ত্রীর। বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন দিশাহারা ভারতে আসা ওপারের নাগরিক এবং এপারের ব্য়বসায়ীরা।