এক্সপ্লোর
Bangla News: রাজ্যে হাজার কোটি টাকার বিনিয়োগের পথে আদিত্য বিড়লা গ্রুপ, খড়গপুরে হবে রঙের কারখানা
রাজ্যে বড় বিনিয়োগে আদিত্য বিড়লা গ্রুপ। রাজ্যে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদিত্য় বিড়লা গ্রুপ। খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৮০ একর জমিতে গড়ে উঠবে রঙের কারখানা। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে সংস্থার কর্তাদের বৈঠকে সিদ্ধান্ত। মূল কারখানার পাশাপাশি গড়ে উঠবে সহ অনুসারী শিল্পও। এই প্রকল্পে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে অন্তত ৬০০ জনের।
বাংলা
'৩ দিনে সোয়া ১ কোটি ভুয়ো নাম ঢুকেছে তালিকায়,' CBI তদন্তের দাবি শুভেন্দুর
আরও দেখুন
Advertisement





















