এক্সপ্লোর
Advertisement
সোনারপুরে ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি পোস্টার, নেপথ্যে সিপিএম-বিজেপি, অভিযোগ শাসক দলের
সাত মাসের মধ্যে ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার। কাঠগড়ায় রাজপুর-সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা দাস। পুকুর ভরাট, কাটমানি, সিন্ডিকেট, জমির দালালি থেকে প্রোমোটিং। একাধিক অভিযোগে বিদ্ধ শাসক দলের কাউন্সিলর। ওয়ার্ডের নাগরিকবৃন্দের নামে দেওয়া হয়েছে পোস্টার। এবিপি আনন্দর প্রতিনিধি খবর সংগ্রহ করতে গেলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলা হয় পোস্টার। দেওয়া হয় হুমকি।
তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাবি, পোস্টারের নেপথ্যে রয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। সোনারপুরের বিজেপি নেতা অরিজিত্ মুখোপাধ্যায়ের দাবি, এর আগে এর বিরুদ্ধে পোস্টার পড়ে, আমরাও পোস্টার দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রোমোটিং, পুকুর ভরাট, এজন্য এলাকার লোক এসব পোস্টার দিয়েছে। সিপিএম নেতা স্বপন ধরের বক্তব্য, এর বিরুদ্ধে আগেও পোস্টার পড়েছিল, এখন বিপদে পড়েছে তাই আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
দুর্নীতির অভিযোগে, কয়েকমাস আগে রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানকে সরিয়ে দেয় তৃণমূল। এপ্রিলে এই পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই ফের শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ।
তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাবি, পোস্টারের নেপথ্যে রয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। সোনারপুরের বিজেপি নেতা অরিজিত্ মুখোপাধ্যায়ের দাবি, এর আগে এর বিরুদ্ধে পোস্টার পড়ে, আমরাও পোস্টার দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রোমোটিং, পুকুর ভরাট, এজন্য এলাকার লোক এসব পোস্টার দিয়েছে। সিপিএম নেতা স্বপন ধরের বক্তব্য, এর বিরুদ্ধে আগেও পোস্টার পড়েছিল, এখন বিপদে পড়েছে তাই আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
দুর্নীতির অভিযোগে, কয়েকমাস আগে রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানকে সরিয়ে দেয় তৃণমূল। এপ্রিলে এই পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই ফের শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ।
বাংলা
'এই ঘটনার পিছনে আরও কিছু মাথা থাকতে পারে, আন্দাজ করছি',বললেন নিহত TMC নেতার স্ত্রী
রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল মালদার TMC নেতা হত্যাকাণ্ডে এক TMC নেতাকে
টোপ না খেয়েই জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল। পায়ের ছাপ দেখে দাবি বন দফতরের।
দুলাল সরকার হত্যাকাণ্ডে তৃণমূল নেতা-সহ গ্রেফতার আরও ২, এখনও পর্যন্ত ধৃত বেড়ে ৭
BSF-এর নজরদারিতে ভারত-বাংলাদেশের খোলা সীমান্তে শুরু হল কাঁটাতারের বেড়া লাগানোর কাজ
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement