Local Train Service: করোনা আবহে অনেকেই মাস্কহীন, মধ্যমগ্রাম স্টেশনে তৎপর রেলপুলিশ | Bangla News
করোনা (Corona) আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের (Local Train)। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। এছাড়া, যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল কর্তৃপক্ষ। থাকছে নজরদারি। সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। আজ থেকে ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি। আজ রবিবার হওয়ায় মধ্যমগ্রাম স্টেশনে ভিড় অনেকটাই কম। যে যাত্রীরা মাস্কহীন, তাঁদের সতর্ক করছেন রেলপুলিশের কর্মীরা। অনেক জায়গায় উধাও দূরত্ববিধি।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
