এক্সপ্লোর
মকর সংক্রান্তির পুণ্যলগ্নে বীরভূমের ইলামবাজারের অজয় নদে স্নান, জয়দেবের মন্দিরে পূজার্চ্চনা অসংখ্য মানুষের, ভিড়ে ঠাসা বক্রেশ্বরও
পূব আকাশে তখন সবে লাল রঙ ধরেছে। ভোরের আলো ফোটার আগেই অজয় পাড়ে মানুষের ঢল। সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যস্নান উপলক্ষ্যে ভিড়ে ঠাসা বীরভূমের ইলামবাজারের জয়দেবের কেন্দুলির মেলা। প্রথা মেনে অজয় নদে স্নান। স্নান সেরে জয়দেবের মন্দিরে পূজার্চ্চনা। বাউল-ফকির সমাবেশ, শতাব্দীপ্রাচীন এই মেলার অন্যতম বৈশিষ্ট্য। বাউল গান, একতারার সুরে ভরে ওঠে প্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে ভিড় জমান অসংখ্য মানুষ। এবারই প্রথম মেলাপ্রাঙ্গণে তৈরি হয়েছে বাউল মঞ্চ। নজরদারির জন্য মেলা চত্বরে রয়েছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, পুলিশ সহায়তা কেন্দ্র। মোতায়েন সাদা পোশাকের পুলিশ, ডুবুরি ও দমকল। এছাড়াও, মেলায় আগত পুণ্যার্থীদের কথা ভেবে ৬০০টিরও বেশি অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার। মেলা প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য নিযুক্ত ২০০জন সাফাইকর্মী।
অন্যদিকে, মকর সংক্রান্তির পুণ্যলগ্নে ভিড়ে ঠাসা বীরভূমের বক্রেশ্বর। কনকনে ঠাণ্ডায় উষ্ণতার খোঁজে উষ্ণ প্রস্রবনে ভিড় জমিয়েছেন বহু মানুষ।
অন্যদিকে, মকর সংক্রান্তির পুণ্যলগ্নে ভিড়ে ঠাসা বীরভূমের বক্রেশ্বর। কনকনে ঠাণ্ডায় উষ্ণতার খোঁজে উষ্ণ প্রস্রবনে ভিড় জমিয়েছেন বহু মানুষ।
বাংলা
'আর কত অভয়া হলে বিচার পাব?' প্রশ্ন আসফাকুল্লা নাইয়ার
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement