(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines: আজ কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল | Bangla News
কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) আজ ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (TMC)। উন্নততর কলকাতার (Kolkata) স্লোগান। ইস্তেহারে তিলোত্তমার ঐতিহ্য ফিরিয়ে আনার ডাক কংগ্রেসের (Congress)।
পুরভোটেও মেরুকরণের অস্ত্র হাতিয়ার বিজেপির (BJP)। কালীঘাটে (Kalighat) তৃণমূলের প্রচারে বিজেপি প্রার্থীর স্ত্রী।
ব্রার স্কোয়ারে কপ্টার দুর্ঘটনায় নিহতদের শেষশ্রদ্ধা। শ্রদ্ধা জানালেন রাজনিতিক থেকে সাধারণ মানুষ। আজ তাকদায় ফিরছে সতপালের কফিনবন্দি দেহ।
নীলগিরিতে কপ্টার দুর্ঘটনায় আহত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ (Group Captain Varun Singh) এখনও সঙ্কটজনক। শরীরের ৪৫ শতাংশই পোড়া। বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসা।
করোনায় (Corona) ফের চিকিৎসকের মৃত্যু। প্রাণ হারালেন কল্যাণী মেডিক্যালের শিক্ষক। ভোটের আগে রবিবার থেকে টিকাকরণ কর্মসূচি কমিশনের।
ওমিক্রন (Omicron) আতঙ্কের মধ্যেই কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত। কোয়ারেন্টিনে ব্রিটেন ফেরত মহিলা।
চিটফান্ডকাণ্ডে বর্ধমান পুরসভায় তৃণমূলের (TMC) প্রশাসক গ্রেফতার। বেআইনি লেনদেন, প্রায় চার কোটি টাকা নেওয়ার অভিযোগ।
তপসিয়ায় পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু। ডাক্তার দেখিয়ে ফেরার সময় সাইকেলে গাড়ির ধাক্কা। মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু।