এক্সপ্লোর
Advertisement
ঋষভের ব্রেনস্টেমে আঘাত, ফুসফুস থেকে এখনও বের হয়নি কাদাজল, 'চেষ্টা চালাচ্ছেন ডাক্তাররা', জানালেন বাবা
পোলবা পুলকার দুর্ঘটনায় এসএসকেএমে ভর্তি দুই পড়ুয়া এখনও ভেন্টিলেশনে। দু’জনেই কোমার প্রথম পর্যায়ে রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ৬ বছরের ঋষভ সিংহর ফুসফুসে এখনও রয়েছে কাদাজল। গতকাল এক্স-রে-তে তা ধরা পড়ে। এছাড়া, ঋষভের ব্রেনস্টেমে আঘাত রয়েছে। তা কতটা গুরুতর, পরীক্ষা করে দেখবেন চিকিত্সকরা। তবে ওই পড়ুয়ার শরীরে এখনও কোনও সংক্রমণ ছড়ায়নি।
এখনও একমো-র মাধ্যমেই ঋষভের ফুসফুসকে সক্রিয় রাখার চেষ্টা চলছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, থাকায় গতকাল তাকে ৬ বোতল রক্ত দেওয়া হয়।
অন্য দিকে, ট্রমা কেয়ার সেন্টারে চিকিত্সাধীন ৭ বছরের দিব্যাংশু ভকতের ফুসফুস থেকে কাদাজল বের করা সম্ভব হয়েছে। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে তার ফুসফুস। ওই পড়ুয়ার মস্তিষ্কের আঘাত কতটা গুরুতর, তা পরীক্ষা করে দেখা হবে। চিকিত্সকরা জানিয়েছেন, দুই পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক হলেও, আপাতত স্থিতিশীল।
এখনও একমো-র মাধ্যমেই ঋষভের ফুসফুসকে সক্রিয় রাখার চেষ্টা চলছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, থাকায় গতকাল তাকে ৬ বোতল রক্ত দেওয়া হয়।
অন্য দিকে, ট্রমা কেয়ার সেন্টারে চিকিত্সাধীন ৭ বছরের দিব্যাংশু ভকতের ফুসফুস থেকে কাদাজল বের করা সম্ভব হয়েছে। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে তার ফুসফুস। ওই পড়ুয়ার মস্তিষ্কের আঘাত কতটা গুরুতর, তা পরীক্ষা করে দেখা হবে। চিকিত্সকরা জানিয়েছেন, দুই পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক হলেও, আপাতত স্থিতিশীল।
বাংলা
'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে জুনিয়র ডাক্তাররা। আরও এক নাগরিক মিছিলের ডাক।
বালুরঘাটে প্রাথমিক শিক্ষকের মৃত্যু ঘিরে রহস্য। প্রায় ৩ দিন নিখোঁজের পর নদীতে উদ্ধার মৃতদেহ।
'বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়', অভিযোগ গ্রামের বাসিন্দাদের
তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ অভিষেকের
বেসরসকারি লজের দরজা ভেঙে উদ্ধার দেহ। মিলেছে স্ত্রীকে লেখা সুইসাইড নোট।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement