NEET Controversy: তৃণমূলের হাতিয়ার নিট, নেট দুর্নীতি, পাল্টা সুকান্ত। ABP Ananda Live
Sukanta Majumdar: নিট-দুর্নীতিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি এগজাম-মাফিয়া অমিত আনন্দর। তাঁর দাবি, পরীক্ষার একদিন আগেই ফাঁস হয়েছিল প্রশ্ন (NEET Paper Leak)। পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকা। ইতিমধ্যেই, অমিত আনন্দর ফ্ল্যাট থেকে নিট-এর প্রশ্ন ও উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। জুনের UGC-NET বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে UGC-NET বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই UGC-NET বাতিল। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই ইউজিসির নেট বাতিল । NTA-র নেওয়া পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নতুন করে নেওয়া হবে UGC-NET, জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। NTA-রই নেওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ঘিরেও প্রশ্ন । মেডিক্যাল এন্ট্রান্স নিয়ে তোলপাড়, বিহার থেকে গ্রেফতার ১৩। বিহার সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। জুনের UGC-NET বাতিল (UGC-NET Cancelled) করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক (Education Ministry)। ইউজিসি-নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ। অস্বচ্ছতার কারণ দেখিয়ে UGC-NET বাতিল। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই UGC-NET বাতিল। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই ইউজিসির নেট বাতিল। NTA-র নেওয়া পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। নতুন করে নেওয়া হবে UGC-NET, জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। NTA-রই নেওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ঘিরেও প্রশ্ন। কী বললেন সুকান্ত মজুমদার?