BJP News: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নতুন মুখে জোর বিজেপির ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নতুন মুখে জোর? রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টিতে জেলা সভাপতি পদের তালিকা প্রকাশ বঙ্গ বিজেপির । জেলা সভাপতির তালিকায় রয়েছে ১৭ জন নতুন মুখ । ৮টি সাংগঠনিক জেলায় সভাপতি বদল করা হয়নি । এখনও ১৮টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারেনি বিজেপি । রাজ্য সভাপতি নির্বাচনের জন্য ২৪ জন জেলা সভাপতির সম্মতি প্রয়োজন
২৫ জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করে রাজ্য সভাপতি নির্বাচনের পথ পরিষ্কার করে রাখল রাজ্য বিজেপি । ২৬ মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ । তালিকায় কলকাতার উত্তর ও কলকাতা দক্ষিণের জেলা সভাপতি অপরিবর্তিত রাখা হয়েছে । জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে দুই বিধায়ককে । এদের একজন কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ দাস, যিনি কাঁথি সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন
আরামবাগ সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষকেও সরানো হয়েছে
প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন!
প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! দোলের দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে খুন!
পি কে-র সল্টলেকের বাড়িতে বাড়ির পরিচারকের দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার পরিচারক গোপীনাথ মুহুরির রক্তাক্ত দেহ। খুনের অভিযোগে গ্রেফতার গাড়িচালক বরুণ ঘোষ। ৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের। পরে মদ আসরে টাকা খোয়া যাওয়া নিয়ে গাড়িচালক-পরিচারক বচসা।
রান্নাঘর থেকে ছুরি থেকে পরিচারকের ওপর হামলা গাড়িচালকের, পুলিশ সূত্রে খবর।
এবার বিহারেও আক্রান্ত পুলিশ। মুঙ্গেরে দুই পরিবারের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু এক পুলিশ কর্মীর। বিবাদ মেটাতে গেলে ASI সন্তোষ যাদবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। রক্তাক্ত পুলিশ কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাটনার হাসপাতালে, সেখানেই তাঁর মৃত্যু হয় পুলিশের উপর হামলা চালিয়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা, এখনও তাদেরকে ধরতে পারেনি পুলিশ।

















