Bus Service: আজ থেকে টানা তিনদিন বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা বন্ধ
আজ থেকে টানা তিনদিন সুন্দরবন ও ডায়মন্ড হারবারজুড়ে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা বন্ধ। সপ্তাহের প্রথম কাজের দিনে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। বিভিন্ন কলেজের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে। কাকদ্বীপ কলেজের সিট পড়েছে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে। বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায়, সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরাও। হাতে গোনা সরকারি বাস পথে নেমেছে। সেগুলিতেও ঠাসাঠাসি ভিড়। জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর্স অ্যাসোসিয়েশন, দক্ষিণ ২৪ পরগনা শাখার তরফে অভিযোগ করে হয়েছে, সুন্দরবন ও ডায়মন্ড হারবারে অবাধে চলাচল করছে পারমিটহীন অটো, টোটো, ট্রেকার। এছাড়াও, পুলিশি জুলুমের অভিযোগ তুলেছেন বাস মালিকরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

















