এক্সপ্লোর
Advertisement
'লকডাউন কিন্তু একপ্রকার কার্ফুই', প্রধানমন্ত্রীর বার্তার পর শহরের বাজারগুলি দেখুন!
দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। দেশজুড়ে লকাডাউন সচেতন করতে পারছে না মানুষকে। প্রশাসনের তরফে বারবার বলা হচ্ছে, বাজারে যান কিন্তু ভিড় করবেন না। জরুরি পরিষেবা লকডাউনের আওতার বাইরে। কিন্তু প্রশাসনের কথায় যেন আশ্বস্ত হতে পারছেন না সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে কলকাতার বাজারগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়। যদুবাবুর বাজার থেকে শুরু করে বেলেঘাটার রাসমণি বাজার। চিত্রটা সর্বত্র সমান। রবিবারের ভিড়কে ছাপিয়ে যাচ্ছে, এদিন বুধবার সকালে বাজারগুলির ভিড়। সকাল ৮:১৫ থেকে যদুবাবুর বাজারে ভিড় করতে শুরু করেছে সাধারণ মানুষ। সেখানে বাকি সামগ্রী মিললেও বন্ধ দুধের দোকান। জানা গিয়েছে, জোগান না থাকায় দুধ আসেনি। যদিও ক্রেতাদের অভিযোগ, কিছু মানুষ একসঙ্গে একাধিক দুধের প্যাকেট কিনে নেওয়ায় কৃত্রিম চাহিদা তৈরি হয়েছে।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement