এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সিঁথি থানায় ব্যবসায়ীর মৃত্যুরহস্য অব্যাহত, সিসিটিভি ফুটেজ সংগ্রহ কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার
সিঁথি থানায় কীভাবে মৃত্যু হল ব্যবসায়ী রাজকুমার সাউয়ের? ৫ দিন পরেও অব্যাহত রহস্য। এই প্রেক্ষাপটেই এবার সিঁথি থানার ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। পুলিশ সূত্রে খবর, সিঁথি থানার সেই সিসিটিভি ফুটেজ সিল করে পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে। সিসিটিভি ফুটেজে কোনও বিকৃতি রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। মৃত ব্যবসায়ীর বাড়িতে গিয়ে শুক্রবার তাঁর পরিবারের দুই সদস্যের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। আর এবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ৩ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মৃতের পরিবার প্রথম থেকেই অভিযোগ করে আসছে, পুলিশি অত্যাচারেই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। কিন্তু, পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে মারধরের চিহ্ন আছে কি না সেটা বোঝা যাবে ময়নাতদন্তের রিপোর্টে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তা আদালতে জমা দেবে। অন্যদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী আসুরা বিবিকে পাইক পাড়ার নাইট শেল্টারে কড়া পুলিশি পাহারায় রাখা হয়েছে।
মৃতের পরিবার প্রথম থেকেই অভিযোগ করে আসছে, পুলিশি অত্যাচারেই মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। কিন্তু, পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে মারধরের চিহ্ন আছে কি না সেটা বোঝা যাবে ময়নাতদন্তের রিপোর্টে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তা আদালতে জমা দেবে। অন্যদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী আসুরা বিবিকে পাইক পাড়ার নাইট শেল্টারে কড়া পুলিশি পাহারায় রাখা হয়েছে।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement