এক্সপ্লোর
Rose Valley Case: 'দাবার বোড়ে শুভ্রা কুণ্ডু, তদন্তের সমাধান করতে রানিকে গ্রেফতার করুক সিবিআই', দাবি বিকাশের
শুভ্রা কুণ্ডুর গ্রেফতার প্রসঙ্গে আইনজীবী তথা সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেছেন, 'সিবিআই যদি আরও আগে সক্রিয় হতো, তাহলে এরা আরও আগে গ্রেফতার হতো। তবে এরা দাবার বোড়ে, রানিকে যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে, তদন্তের সমাধান হবে না।' গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই। রোজভ্যালি মামলায় গ্রেফতার শুভ্রা কুণ্ডু। এই মামলায় আগে থেকেই গ্রেফতার গৌতম কুণ্ডু। রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ। শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে প্রশ্ন এড়িয়ে যাওয়ারও অভিযোগ। পাশাপাশি গৌতম-ঘরনী সিবিআই-এর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বলেও দাবি সিবিআই গোয়েন্দাদের। সিবিআই সূত্রে খবর, শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে তথ্য-প্রমাণ আছে। গ্রেফতারের পর শুভ্রা কুণ্ডুকে তোলা হবে ভুবনেশ্বর আদালতে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, বারবার নোটিস পাঠানো সত্বেও তিনি আসছিলেন না। তাই তাঁকে গ্রেফতার। মূলত রোজভ্যালির টাকা কোথায় গেল? এই প্রশ্নের সদুত্তর পেতে তাঁর হেফাজত দাবি করবে সিবিআই। যে বিপুল অঙ্কের টাকার হদিশ নেই। সেই টাকার সূত্র পেতে এই গ্রেফতারি। এমনটাই সূত্রের খবর।
আরও দেখুন

















