এক্সপ্লোর
সৌমিত্রদার মধ্যে কোনওদিন অহঙ্কার দেখিনি, অনেককিছু শিখেছি, বললেন রঞ্জিত মল্লিক
‘সৌমিত্রদার যে কথাটা সবচেয়ে বেশি মনে হয়, তাঁর এত নাম, অ্যাচিভমেন্ট সত্ত্বেও কোনওদিন তাঁর কথাবার্তা, চালচলনে অহঙ্কার দেখিনি। সৌমিত্রদার সঙ্গে ৬-৭টা ছবি করেছি। মানিকবাবুর শাখা-প্রশাখা, তরুণ মজুমদারের চাঁদের বাড়িতে কাজ করেছি। শটের পরে সহ-অভিনেতাদের জিজ্ঞাসা করতেন, কেমন হল? আমাদের কাছে সেটা লজ্জার ব্যাপার ছিল। দীর্ঘদিনের পরিচয়। খুব কষ্ট হচ্ছে। সৌমিত্রদা, উত্তমদার কাছ থেকে অনেককিছু শেখা যেত,’ বললেন রঞ্জিত মল্লিক।
আরও দেখুন

















